আলমডাঙ্গার পল্লি কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পথে তিন উত্যাক্তকারীর অত্যাচার
স্টাফ রিপোর্টার: তিন বখাটে উত্যাক্তকারীর উপর্যুপরি মারপিটে স্কুলছাত্রী শ্রাবণী আক্তার শুধু শ্রবণশক্তিই হারাতে বসেনি, সে রয়েছে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ভালোবাসা দিবসে প্রাইভেট পড়তে যাওয়ার সময় আলমডাঙ্গার পল্লি কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পথে শ্রাবণীকে মারপিট করে রামদিয়ার চিহ্নিত বখাটে শরিফুল ও তার দু’সহযোগী।
শ্রাবণী আক্তারকে প্রথমে ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে নেয়া হয়। গতরাতে তার ভাই সাহেদ আলী বলেছেন, বখাটেদের চড়-থাপ্পড়ে শ্রাবণীর দু’কান দিয়ে অনবরত রক্তক্ষরণ হচ্ছে। কর্তব্যরত চিকিৎসক বলেছেন, তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে। কান দিয়ে যেভাবে রক্তাক্তক্ষরণ হচ্ছে তাতে তার শ্রবণশক্তি হারানোর আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পল্লি খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের সেন্টু ম-লের মেয়ে শ্রাবণী আক্তার কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গতকাল বুধবার সকাল ৭টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশে দু’সহপাঠীকে সাথে নিয়ে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলো। শ্রাবণীর হাতে ছিলো একটি ফুল। পথিমধ্যে কায়েতপাড়ার চাঁদসহ দুজনকে সাথে নিয়ে পার্শ্ববর্তী রামদিয়া গ্রামের সদর উদ্দীনের ছেলে শরিফুল তিন ছাত্রীর সামনে আড় হয়ে দাঁড়ায়। শ্রাবণীর হাতে থাকা ফুল চেয়ে শরিফুল প্রেম নিবেদন করে। বিবাহিত শরিফুলের অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ হয়ে শ্রাবণী প্রতিবাদ জানালে তার হাতে থাকা ফুলটি কেড়ে নিয়ে বেদম মারপিট করতে থাকে। চড়-থাপ্পড়ে শ্রাবণীর দু’কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। তিন বখাটে জনরোষে পড়ার আগেই সরে পড়ে। শ্রাবণীর নিকটজনেরা এসব বর্ণনা দিয়ে বলেছেন, তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিণাকু-ু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ঝিনাইদহে নিয়ে চিকিৎসাধীন রাখা হয়েছে তাকে।
শ্রাবণীর ভাই সাহেদ আলী বলেছেন, তিন বখাটে সম্পর্কে আলমডাঙ্গা থানায় জানানো হয়েছে। তিয়রবিলা ও খাসকররা ফাঁড়ি পুলিশ অভিযুক্তদের ধরতে গতকালই কয়েক দফা চেষ্টা চালিয়েও ধরতে পারেনি বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হলে হামলাকারী চিহ্নিত তিন বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বোচ্ছার হয়ে উঠেছে এলাকাবাসী।