চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশেই জাকজমকপূর্ণভাবে ‘ভ্যালেন্টাইনস ডে’ পালিত
খাইরুজ্জামান সেতু: চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশেই জাকজমকপূর্ণভাবে বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ ‘ভ্যালেন্টাইনস ডে’ পালিত হয়েছে। এই দিবসে সকলে সম্পর্কের মানুষে একেপরের সাথে ভালোবাসা নিবদেন করলেও চোখ পড়ার মতো ছিলো প্রেমিক যুগলের ভালোবাসা নিবেদন। এদিকে এই দিবস উপলক্ষে সকালে থেকেই ফুলের দোকান, রাস্তা-ঘাট, বিনোদন কেন্দ্র পার্ক, ফুসকা হাউজসহ ছিলো উপচেপড়া ভিড়। দিন যতো গড়িয়েছে ততো ভিড় বেড়েছে। তবে ফুলের দোকানিদের বিরুদ্ধে এই সুযোগে ফুলের দাম বেশি নেবার অভিযোগও উঠেছে। ভালোবাসা দিবস উপলক্ষে তরুণ-তরুণীরা চুয়াডাঙ্গার বিভিন্ন পাড়া মহল্লায় পিকনিক, খেলাধুলাসহ বিভিন্ন আয়োজনের খবর পাওয়া গেছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রেস্টুরেন্টগুলোতে কোনো ছাড় দেয়ার খবরও পাওয়া যায়নি।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী ছিলো সতর্ক অবস্থানে। পার্কগুলোতে এবার আগের মতো নোড়ামি হয়নি বলে শহরের বিভিন্ন শ্রেণিপেশা মানুষের মন্তব্য। এই কারণে জেলা প্রশাসককে সাধুবাদ জানিয়ে বলেছেন তিনি পার্কের ওপর কড়া নজর রাখার কারণেই প্রেমিক যুগল আগের মতো নোংড়ামি করার সুযোগ পাইনি। এ দিবস উপলক্ষে চ্যানেলগুলো সাজিয়েছে বিভিন্ন অনুষ্ঠানমালায়। এটা এখন চলবে বেশ কয়েকদিন ধরে। এদিকে এই দিবস উপলক্ষে এবার চায়ের দোকানসহ সর্বমহলে ছিলো আলোচনা।