আলমডাঙ্গা ব্যুরো: ঢাকা নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ঝিনাইদহ জেলার কোর্টচাঁদপুরের প্রতারক আদমব্যবসায়ী ফারুক হোসেনকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। বিদেশে লোক পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে আলমডাঙ্গার হারদীর এক যুবকের নিকট থেকে সোয়া ৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারির পর থেকে সে পলাতক ছিলো।
জানা গেছে, ঝিনাইদহ জেলার কোর্টচাঁদপুরের আখসেন্টার আদর্শপাড়ার তরিকুল ইসলামের ছেলে ফারুক হোসেন চিহ্নিত আদমদালাল। গত প্রায় ৪ বছর পূর্বে সে আলমডাঙ্গার হারদী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইমরানকে ইন্ডিয়া হয়ে কুয়েত নিয়ে যাওয়ার প্রলোভন দেখায়। একপর্যায়ে সে ইমরানের নিকট থেকে প্রায় সোয়া ৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে বিনা পাসপোর্ট ভিসায় ইন্ডিয়ায় নিয়ে যায়। সেখানে ভূয়া আইডি কার্ড তৈরি করে দেন। বিষয়টি বুঝতে পেরে বিপদ থেকে বাঁচতে সে পালিয়ে দেশে চলে আসে। দেশে ফিরে বার বার টাকা ফেরত চাইলেও নানা অজুহাত দেখিয়ে গত ৩-৪ বছরেও ফারুক টাকা ফেরত দেয়নি। বাধ্য হয়ে প্রতারিত যুবক ইমরান আদমব্যবসায়ী ফারুকের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই মামলায় আদালত সম্প্রতি ফারুককে গ্রেফতার করে আদালতে উপস্থিত করতে নির্দেশ দেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আদমদালাল ফারুকের অবস্থান শনাক্ত করে। গত মঙ্গলবার আলমডাঙ্গা থানার এসআই ডিএম আফজাল ঢাকা নারায়ণগঞ্জের সোনারগাঁতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।