দামুড়হুদার ইব্রাহিমপুরে মতবিনিময়সভায় এমপি আলী আজগার টগর

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই
দামুড়হুদা/জুড়ানপুর প্রতিনিধি: আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় আসার পর আমাদের দেশের পায়রা বন্দর, উড়াল সেতু, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হয়েছে। পদ্মাসেতুর নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এছাড়া কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তিনি জামায়াত-বিএনপির উদ্দেশ্যে বলেন, এ সরকারের আমলে দেশের মানুষ অনেক ভালো আছে, শান্তিতে আছে। অহেতুক অরজকতার সৃষ্টি করার চেষ্টা করে লাভ হবে না। গতকাল বুধবার বিকেলে দামুড়হুদার ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায় দেশের অন্যান্য নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। জুড়ানপুর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝন্টু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-স¤পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, সাংগঠনিক স¤পাদক অ্যাড. রফিকুল আলম রান্টু, উপজেলা কৃষকলীগ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ স¤পাদক সাইদুর রহমান, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক, সাধারণ স¤পাদক আবু তালেব, যুগ্ম-স¤পাদক মতিয়ার রহমান মতি, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আজাদুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম উদ্দীন খুশি, সাধারণ স¤পাদক আবদুল করিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক।