স্টাফ রিপোর্টার: ‘ভালোবাসার ব্যস্ত জীবনে, এসো মিলি প্রেমের বন্ধনে’ স্লোগানে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রীতি দ্বৈত ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নৈশকালীন এ ম্যাচে অংশ নেয় ৪টি জুটি। নকআউট ভিত্তিক খেলার প্রথম পর্বে আমান-শাফায়েত জুটির কাছে ২-১ সেটে পরাজিত হয় তপু-রাহুল জুটি। একই পর্বে জীবন-মেহেদী জুটির কাছে ২-১ সেটে পরাজিত হয় হুসাইন-ডালিম জুটি। ফাইনাল খেলায় মুখোমুখি হয় আমান-শাফায়েত ও জীবন-মেহেদী জুটি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে পর পর ২ সেটে পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়ে জীবন-মেহেদী জুটি। চ্যাম্পিয়ন হয় আমান-শাফায়েত জুটি। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন জুটির হাতে উপহার তুলে দেন সাংবাদিক রহমান রঞ্জু। সার্বিক পরিচালনায় ছিলেন সাংবাদিক হুসাইন মালিক।