স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬ লাখ টাকা ব্যয়ে শ্রেণিকক্ষের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম সাহান। এসময় জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আব্দুর রশীদ, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দিন, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আফিল উদ্দিন, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিচালনা কমিটির (এসএমসি) সদস্য আবুল কালাম, ঠিকাদার আলাউদ্দিন ও মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শ্রেণিকক্ষের নির্মাণ সম্পন্ন হলে বিদ্যালয়ের ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে। তবে কাজটি সঠিকভাবে ও গুণগত মান বজায় থাকে সেদিকে সংশ্লিষ্ট ঠিকাদার নজর দেবেন আশা করি।