কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে গতকাল বুধবার পুলিশ প্রায় ৪০ হাজার টাকা মূল্যের দুই কেজি গাঁজাসহ নজরুল ইসলাম নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। গাঁজার একটি চালান ব্রিজঘাট এলাকা দিয়ে শহরে ঢোকার গোপন সংবাদ পেয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ওই এলাকায় পুলিশ ফোর্স মোতায়েন করেন। পৌর ফাঁড়ির ইনচার্জ গোলাম মাওলা ও দারোগা আলী আকবরের নেতৃত্বে পুলিশ ফোর্স ব্রিজঘাট এলাকায় অবস্থান নেন। সকাল ৯টার দিকে বাজারের ব্যাগ হাতে নজরুল ইসলাম পায়ে হেটে এগিয়ে এলে পুলিশ তাকে চ্যালেঞ্চ করে। তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ জানায়, আটককৃত নজরুল একজন গাঁজা ব্যবসায়ী। সে মহেশপুর পৌরসভার পূর্বপাড়ার আ. মজিদের পুত্র। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।