স্টাফ রিপোর্টার: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও অপর জনকে ৩৪ ধারায় আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মনিরুল ইসলাম মনির গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা হল্টস্টেশন টাওয়ারপাড়ায়। এসময় পুলিশ স্টেশনপাড়ার সমিরুদ্দিনের ছেলে নাজিউর রহমান লিংকন ও দর্শনা পুরাতন বাজারপাড়ার আব্দুর রহিমের ছেলে রবিনকে গ্রেফতার করেছে। পুলিশ বলেছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭৫ গ্রাম গাঁজা। এ ঘটনায় এএসআই মনিরুল ইসলাম বাদী হয়ে রবিনের বিরুদ্ধে গতকালই দামুড়হুদা থানায় মামলা দায়ের করলেও আজ বুধবার লিংকনকে ৩৪ ধারায় আদালতে সোপর্দ করতে পারে পুলিশ।