গ্রুপ চ্যাম্পিয়ন এসআরডি। শুরু হবে নকআউট পর্ব।
স্টাফ রিপোর্টার: চতুর্থ এনপিএল ক্রিকেট লিগের লিগ পর্ব শেষ হয়েছে। গতকাল অনুষ্ঠিত ১২তম ম্যাচে সানরাইজার দশমাইল ৩ উইকেটে আলমডাঙ্গা নাইট রাইডার্সকে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে আলমডাঙ্গা নাইট রাইডার্স ১১২ রান সংগ্রহ করে। জবাবে সানরাইজার দশমাইল ২৩ রানে ৩ উইকেট হারিয়ে প্রথম দিকে চাপের মুখে পড়ে। তবে বিজয়ী দলের ফয়সালের ঝড়ো ব্যাটিংয়ে ১৭ বল হাতে রেখেই প্রয়োজনীয় ১১৩ রান তুলে ৩ উইকেটের জয় পায় সানরাইজার দশমাইল (এসআরডি)। এ জয়ের ফলে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠলো সানরাইজার দশমাইল। সেমিফাইনালে উন্নীত হওয়ায় টিম মালিক আব্দুল মোতালেব দলের সকল ক্রিকেটারদের ধন্যবাদ জানিয়েছেন। গতকালের ম্যাচে বিজয়ী দলের ফয়সাল ম্যান অব দ্য ম্যাচ, সোহেল হাইয়েস্ট উইকেট টেকার, রাতুল হাসান বিগ সিক্সার ও বিজিত দলের চঞ্চল হাইয়েস্ট স্কোরারের পুরস্কার লাভ করে।
ম্যাচ শেষে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড ও প্রাইজমানি তুলে দেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় চুয়াডাঙ্গার কৃতিসন্তান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মতিয়ার রহমান, চুয়াডাঙ্গার সাবেক কৃতিব্যাডমিন্টন খেলোয়াড় ইয়ামী মটরস’র স্বত্বাধিকারী শাহজাহান আলী শিপন, বাংলাদেশ টেলিকম প্লাসের স্বত্বাধিকারী মাইনুল হাসান রিপন ও ফুটবলার শহিদুল ইসলাম।
লিগপর্ব শেষে নকআউট পর্বে আগামী ১৬ ফেব্রুয়ারি প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সানরাইজার দশমাইল ও দর্শনা ডেযার ডেভিলস এবং ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস ও কিংস ইলেভেন জীবননগর।
আগামী ২৩ ফেব্রুয়ারি দুই সেমিফাইনালে বিজয়ী দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং একইদিনে এনপিএল ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে পর্দা নামবে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির আয়োজনে চুয়াডাঙ্গা জেলার অনূর্ধ্ব-১৬’র ১২০ জন ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত ২১দিনব্যাপী এনপিএল ক্রিকেট লিগের।