মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ২জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে দুজন বিজিবির হাতে আটক হয়। আটককৃতরা হলেন, ঝিনাইদহ সদর থানার ধিয়র ভবানীপুর গ্রামের শ্রী পদ ম-লের ছেলে শুশান্ত ম-ল ও তার স্ত্রী সপর্না এবং সাথে রয়েছে তাদের ১ বছরের শিশু পুত্র। এ ব্যাপারে মহেশপুর থানায় ১১ ধারায় একটি মামলা হয়েছে। তাদেরকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।