বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর তিতুদহ ইউনিয়ন পরিষদের সচিব ফয়জুর রহমানকে গতকাল সোমবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠনে আলোচনা করেন, প্যানেল চেয়ারম্যান ফজলুর রহমান, বিদায়ী সচিব ফয়জুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, বাবুল আক্তার, আক্তার হোসেন, মাইনদ্দীন শেখ, অফিস সহকারী তহমিনা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যোগদানকারী সচিব জিয়াউদ্দীন।
উল্লেখ্য, সচিব ফয়জুর রহমান তিতুদহ ইউপিতে ২০০৩ সালে যোগদান করে দীর্ঘ ১৫ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে বদলি হয়েছেন।