জীবননগর ব্যুরো: জীবননগরে হাজি হেসাবুদ্দিন দ্বৈত ব্যাডমিন্টনের ফাইনাল খেলা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় জীবননগরের মুক্তা-রুহুল জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল।
প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানারআপ জুটির হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেডিকে ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল বাশার শিপলু। জীবননগর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা, পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, পৌর কাউন্সিলর ওয়াসিম রাজা, কাউন্সিলর রিজিয়া খাতুন, জীবননগর প্রেসক্লাবের যুগ্মসম্পাদক জিএ জাহিদুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন শাহজাহান সিরাজ।