এনপিএল ক্রিকেট লিগে মুন্সিগঞ্জ টাইটান্সর জয়ী : ফার্স্ট ক্যাপিটাল ও দর্শনা ডেয়ার ডেভিলস সেমিতে

?

স্টাফ রিপোর্টার: চতুর্থ এনপিএল ক্রিকেট লিগের ১১তম ম্যাচে মুন্সিগঞ্জ টাইটান্স ১০ রানে ফ্রিডম ফাইটার আটকবরকে পরাজিত করেছে। আটকবরের হেরে যাওয়ায় ‘এ’ গ্রুপ থেকে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস ও দর্শনা ডেয়ার ডেভিলস সেমিফাইনালে উন্নীত হলো। আজ নির্ধারণ হবে ‘বি’ গ্রুপ থেকে কোন দুটি দল সেমিফাইনালে খেলবে।
গতকাল সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে মুন্সিগঞ্জ টাইটান্স সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে ফ্রিডম ফাইটার আটকবর ১১৯ রানে অলআউট হয়। গতকালের ম্যাচে বিজয়ী দলের আবির হাসান ম্যান অব দ্য ম্যাচ, ওয়াসিফ জোয়ার্দ্দার হাইয়েস্ট উইকেট টেকার, বিজিত দলের স¤্রাট বিগ সিক্সার ও আফজাল হাইয়েস্ট স্কোরারের পুরস্কার লাভ করে।
ম্যাচ শেষে পুরস্কার বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড ও প্রাইজমানি তুলে দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, ব্যাডমিন্টন উপ-কমিটির আহবায়ক মহসিন রেজা, সাংবাদিক খাইরুল বাশার, জনতা ফার্মেসির স্বত্বাধিকারী জাহিদ হাসান ও সমাজসেবক শিমুল মোস্তফা।
আজ একই মাঠে সকাল ৯টায় লিগ পর্বের শেষ ম্যাচে অথাৎ ১২তম ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার দশমাইল ও আলমডাঙ্গা নাইট রাইডার্স।