দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর বারুইপাড়ায় কিশোরীকে ফুসলিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী দু’যুবক মুকুল ও বাবু আদালতে আত্মসমর্পণ করেছে। গতকাল রোববার তারা উভয়ই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর বারুইপাড়ার এক দিনমজুরের কিশোরী মেয়েকে প্রায় সাড়ে ৪ মাস আগে ফুসলিয়ে দেহভোগ করা হয়। দেহভোগের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ধীরে ধীরে ওই কিশোরীর শারীরিক পরিবর্তন হতে থাকে। দিন পনের আগে ওই অন্তঃসত্ত্বা কিশোরীর ছোট চাচি বিষয়টি আঁচ করতে পেরে পরিবারের লোকজনের সাথে আলোচনার পর প্রতিবেশী এক স্বাস্থ্য কর্মীর মাধ্যমে ওই কিশোরীর মূত্র পরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ওই স্বাস্থ্য কর্মীই জানায় সে বর্তমানে ৪ মাসের অন্তঃসত্ত্বা। নড়েচড়ে বসে পরিবারের লোকজন। কে ওই ঘটনার জন্য দায়ী? কে ওই অনাগত সন্তানের পিতা? এমন প্রশ্নের জবাবে ওই কিশোরী প্রতিবেশী দু’যুবক আরফানের ছেলে দু’সন্তানের জনক বাবু এবং মজিবারের ছেলে মুকুলের নাম প্রকাশ করে। দু’যুবকের নাম প্রকাশ করায় দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে পড়ে পরিবারের লোকজন। বিষয়টি গ্রাম্যসালিশ বৈঠকের মাধ্যমে মীমাংসার তৎপরতাও চালানো হয়। ঘটনাটি জানা জানি হয়ে পড়লে শেষমেষ তা সম্ভব হয়নি। এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়। ভুক্তভোগী অন্তঃসত্ত্বা ওই কিশোরীর মা আইনি লড়াইয়ের জন্য মানবাধিকার সংগঠনের সহযোগিতা চাইলে হাত বাড়িয়ে দেয় মানবতা ফাউন্ডেশন। পরদিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার নেতৃবৃন্দকে সাথে নিয়ে ভিকটিমের বাড়ি পরিদর্শন করেন। মানবতা ফাউন্ডেশনের পক্ষ থেকে মামলার সার্বিক বিষয়ে সহায়তার বিষয়টি আশ্বস্ত করা হলে গত ৫ ফেব্রুয়ারি অভিযুক্ত ওই দু’যুবক মুকুল ও বাবুকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার পর আসামি মুকুল ও বাবু গাঢাকা দেয়। এরই এক পর্যায়ে গতকাল রোববার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। এ সময় মানবতার নেতৃবৃন্দ আদালতে উপস্থিত থেকে জামিনে বিরোধিতা করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।