জীবননগর ব্যুরো: জীবননগর লক্ষ্মীপুর মিলপাড়ার বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে বার্ধ্যক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। আজ সোমবার সকাল ১০টায় লক্ষ্মীপুর মিলপাড়া কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
জীবননগর লক্ষ্মীপুর মিলপাড়ার ওয়াহিদ হোসেনের ছেলে মোক্তার হোসেন বীর মুক্তিযোদ্ধা। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মানবেতর জীবনযাপন করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত হয়ে অর্থাভাবে এক প্রকার বিনা চিকিৎসায় গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ সোমবার সকাল ১০টায় অনুষ্ঠানের পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।