জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ গত শনিবার রাতে জীবননগর বাজারে মাদকবিরোধী ঝঁটিকা অভিযান চালিয়ে ২২ লিটার মদসহ দুজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদেরকে গতকাল রোববার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর কাজি সামসুল আলম, সিরাজুল আলম, এএসআই নুরুন নবী সঙ্গীয় ফোর্স নিয়ে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বাজারে মকছুদ মার্কেটে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বাজারের ভেতরে থাকা মাদকাসক্তরা পালিয়ে যায়। পুলিশ এসময় দু’মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে- জীবননগর পৌর শহরের প্রাইমারি স্কুলপাড়ার মৃত বঙ্কিম চন্দ্র শাহ’র ছেলে বিপ্লব শাহ ও কাজীপাড়ার কেষ্ট দত্তের ছেলে গঙ্গা দত্ত। গ্রেফতারকৃত বিপ্লব শাহ’র নিকট থেকে ১২ লিটার ও গঙ্গাদত্তের নিকট থেকে ১০ লিটার মদ উদ্ধার করেন পুলিশ। মদের দোকান থেকে মদ বিক্রির জন্য ব্যবহৃত বিভিন্ন উপকরণও উদ্ধার করেন।