জরিমানার কবলে দক্ষিণ আফ্রিকা

স্টাফ রিপোর্টার: ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে স্লো ওভার রেটের জন্য জরিমানার কবলে পড়লো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। পুরো দলকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানার কবলে পড়লেও সিরিজের চতুর্থ ম্যাচে বৃষ্টি আইনে ৫ উইকেটের জয়ে সিরিজ হার এড়ানোর লক্ষ্যে টিকে আছে প্রোটিয়ারা। কারণ প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে ভারত। সিরিজ হার এড়াতে হলে শেষ দুই ম্যাচে জিততেই হবে দক্ষিণ আফ্রিকাকে। অন্যথায় এক ম্যাচে জয় পেলেই সিরিজ জিতে নিবে ভারত।

নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার বেশি সময় নিয়ে নিজেদের বোলিং কোটা শেষ করে দক্ষিণ আফ্রিকা। তাই পুরো দলকে ম্যাচ ফি’র ১০ শতাংশ ও অধিনায়ক আইডেন মার্করামকে ২০ শতাংশ জরিমানা করার সিদ্বান্ত নেন ম্যাচ পরিচালনাকারীরা। আগামী ১২ মাসের মধ্যে অধিনায়ক হিসেবে আবারো স্লো-ওভার রেট হলে এক মাচ নিষিদ্ধ হবেন মার্করাম।