কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা আবাসনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে আবাসনের ১০টি বাড়ি পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আবাসনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে আবাসনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ১০ টি বাড়ি ও এর ভিতরে থাকা নগত সাড়ে ৩ লাখ টাকা এবং গয়নাসহ আসবাবপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে প্রায় ২ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
দর্শনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।