কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে সততা স্টোরের উদ্বোধন করা হয়। কোটচাঁদপুর উপজেলা দুর্নীতি দমন কমিশন কর্তৃক গঠিত স্কুলের সততা স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক হুমায়ন, স্কুল কমিটির সদস্য জাহিদ হোসেন, মমিনুর রহমান, রুস্তম কবির, আলম সরদার, তনুজা আক্তার ও প্রেসক্লাব সভাপতি শেখ নজরুল ইসলাম। বক্তারা বলেন, স্কুলের এই সততা স্টোর শিক্ষার্থীদের চরিত্র গঠনে বিশেষ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শফি উদ্দীন সাগর।