কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও মিনি ট্রাকের চালক নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মঙ্গলবাড়িয়া ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর নামকস্থানে পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া গ্রামের খবির উদ্দিন প্রামানিকের ছেলে তুহিন প্রামানিক ও নিহত মিনি ট্রাকের চালক পটুয়াখালী জেলার পশ্চিম শরিয়তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে আবদুর রহমান পদ্দার। এ ঘটনায় মোটরসাইকেল চালক জসীম ও মিনি ট্রাকের হেলপার কাউসার গুরুত্বর আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টায় জেলার মিরপুর উপজেলার রানাখড়িয়া থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া যাচ্ছিলেন জসীম ও তুহিন। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মঙ্গলবাড়িয়া নামকস্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগ্রামী ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তুহিন প্রামানিক ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে পটুয়াখালী থেকে ইলিশ মাছ বোঝায়কৃত একটি মিনি ট্রাক ভোর সাড়ে ৫টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুরে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক আবদুর রহমান পদ্দার নিহত হন। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।