দামুড়হুদার হোগলডাঙ্গা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম
স্টাফ রিপোর্টার: দামুড়হুদার হোগলডাঙ্গা কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় হোগলডাঙ্গা কলেজ প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি হাজি নাসির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মতিউর রহমান, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পিন্টু, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক ও আওয়ামী লীগ নেতা রবিউল হাসান। দক্ষিণ হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফায়েত হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সাজিদুল ইকাব পাইলট। তিনি বলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর কলেজটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি কলেজটি স্থাপনের অনুমতি করিয়ে দিয়েছিলেন। এছাড়া বিভিন্নভাবে কলেজের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। কলেজের শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগীতা চান অধ্যক্ষ। বক্তব্য রাখেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক শাহজাহান আলী, হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এনামুল হক, সাবেক ছাত্রলীগ নেতা হযরত আলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রতিষ্ঠান কোনো বিষয় নয়। ভালো ফলাফলই মূল বিষয়। ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরাই পারে প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে। হোগলডাঙ্গা কলেজের শিক্ষার্থীরা খুব ভালো ফলাফল করছে। শিক্ষা ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে এগিয়ে আসতে হবে। পরে হোগলডাঙ্গা কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী খালেদা খাতুনকে সংবর্ধনা দেন প্রধান অতিথি। এরআগে কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও কৌতুক পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।