জীবননগর ব্যুরো: জীবননগর-চ্যাংখালী সড়কের মহানগর সিনেমা হলের সম্মুখে অবস্থিত কালভার্টটি গত বর্ষা মরসুমে ধসে পড়ে। যানবাহন চলাচলসহ পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিলো। এ অবস্থায় জীবননগর পৌরসভার পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ওই স্থানে নতুন একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। কালভার্ট নির্মাণ করা হলেও দীর্ঘদিন যাবত কালভার্টের ওপর ইট, বালু ও মাটির স্তুপ থাকায় যাতায়াতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত বর্ষা মরসুমে প্রবল ¯্রােতের তোড়ে মহানগর সিনেমা হলের সামনে অবস্থিত ব্রিটিশ আমলে নির্মিত কালভার্টটি ধসে পড়ে। ফলে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পথচারীদের কষ্ট করে যাতায়াত করতে হচ্ছিলো। এ অবস্থার মধ্যে পৌরসভার পক্ষ থেকে ওই স্থানে জরুরি ভিত্তিতে একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। কালভার্ট নির্মাণ করা হলেও ব্যস্ততম এ সড়কে কালভার্টটি পুরোপুরি উন্মুক্ত করে দেয়া হয়নি। এক পাশ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তার ওপর রয়েছে ইট, বালু ও মাটির স্তুপ। ফলে যানবাহনসহ পথচারীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবিলম্বে কালভার্টটি উন্মুক্ত করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানানো হয়েছে।