দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মার্ডার মামলার এক বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি ডালিমকে গ্রেফতার করেছে। সে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তুপুর গ্রামের ফরিদ শেখের ছেলে। গতকাল শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই মেজবাহুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। এছাড়া দর্শনা তদন্ত কেন্দ্রের এএসআই লাভলু সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল দুপুরে দর্শনা কেরুজ চিনিকলের মেইন গেটের সামনে থেকে দু’মাদক সেবনকারীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, দর্শনা কলেজপাড়ার দীন মোহাম্মদের ছেলে সাইদুর রহমান এবং দর্শনা মোহাম্মদপুরের সুকুমার দাসের ছেলে লিটন দাস । দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।