স্টাফ রিপোর্টার: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না পরা সাকিব আল হাসান প্রথম টি-২০তে খেলবেন। দলকে নেতৃত্ব দিবেন তিনিই। এছাড়া দলে এসেছে নতুন মুখ পাঁচটি। তারা হলেন- আফিফ হোসেন, জাকির হাসান, আরিফুল হক, আবু জায়েদ রাহি ও মেহেদি হাসান। এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন আবু হায়দার রনি। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের পর আবারও দলে সুযোগ ঘটলো রনির। মিরপুরে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টুয়েন্টি টুয়েন্টি। সিলেটে আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট।
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, মেহেদি হাসান, আফিফ হোসেন ও জাকির হাসান।