জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ শুক্রবার রাতভর নাশকতা বিরোধী অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ৩ জন নেতাকর্মীসহ ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদের নেতৃত্বে এসআই নাহিরুল ইসলাম, এসআই মুরাদ হোসেন, এসআই কাজি শামসুল আলম, এসআই সিরাজ ও এএসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এ ৬ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে- পুরাতন চাকলার আব্দুর রহমানের ছেলে আনোয়ার শেখ, বালিহুদার আহাদ আলী ম-লের দু ছেলে সোলাইমান আলী ও সামাউল হক, কুলতলার আমিনুল বিশ্বাসের সুমন বিশ্বাস, রাজাপুরের বকস ম-লের সেলিম মিয়া ও শিংনগরের আমানত ম-লের ছেলে জহুরুল ইসলাম ছোট। থানা সূত্র জানায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।