স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিঃশর্তে মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল ঝটিকা মিছিল করেছে। গতকাল শনিবার বিকেলে জীবননগর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি কোর্ট মোড়ে যাওয়ার সময় পুলিশির উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছেন, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জাহিদ মো. রাজিব খান ও মোমিনুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের জীবননগর বাসস্ট্যা- থেকে বের হয়ে কোর্ট মোড় অতিক্রম করার সময় পুলিশের বাধার মুখে পড়ে। এসময় কোর্ট মোড়েই সংক্ষিপ্ত সমাবেশ করেন। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুর রহমানের সভাপতিতে অনুষ্ঠিত সামবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ মো. রাজিব খান। তারা বক্তব্যে বলেন, এ রায় বাংলাদেশেই নয় সারা বিশ্বের ইতিহাসে কালিমা লেপন করেছে। অতিদ্রুত দেশনেত্রী বেগম খালেদা, তারেক রহমান ও ছাত্রদলের সভাপতি রাজিব আহসানের নিঃশর্তে মুক্তির দাবি জানিয়েছেন তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রদল ও অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।