আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার সাহেবপুরে প্রতিবেশীর পরিকল্পিত ভাবে যুবককে বেধড়ক মারধর করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় গাংনী ইউনিয়নের আসমানখালী সাহেবপুর গ্রামের মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটেছে। আহত যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গ্রামের প্রতিবেশী আনায়ার হোসেনের ছেলের বুলুর সাথে একই পাড়ার সাইফুল ইসলামের ছেলে শাবলুর গত বৃহস্পতিবার বিকেলে চায়ের দোকানে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের হাতাহাতি হয়েছে এবং ওই দোকানে উপস্থিত কিছু সংখ্যক মানুষ তা মিটিয়ে দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী বুলু তার বন্ধু হুমায়ন ও সাদ্দামকে সাথে নিয়ে পরিকল্পিতভাবে গতকাল শনিবার সন্ধ্যায় পাড়ার বাদলের চায়ের দোকানে বসে থাকা শাবলুকে বাঁশের লাঠি ও তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরিবারের লোকজন তার শরীরের অবস্থা আশষ্কাজনক দেখে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।