আলমডাঙ্গার কুমারীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের দিঘলডাঙ্গা মোড়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কুমারী ইউনিয়নের চেয়ারম্যান যুবলীগ নেতা আবু সাঈদ পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খাঁন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, হাফেজ নজরুল ইসলাম, হাজি আওয়াল হোসেন, সাবেক মেম্বার তমেজ উদ্দিন, ওহিদুল ইসলাম, যুবলীগ নেতা আসাদুজ্জামান টুটুল ও হাসান। কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য দাউদ আলী, বাইজিদ হোসেন, তকবুল হোসেন, জমসেদ আলী, সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস প্রমুখ। প্রধান অতিথি বলেন, আইনশৃঙ্খলা বিঘœসৃষ্টিকারীকে কঠোর হস্তে দমন করা হবে। পুলিশ সর্বদা জনসাধারণের সেবায় নিয়োজিত আছে। পুলিশ জনগণের বন্ধু। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের দায়িত্বের চাইতে সমাজের দায়িত্ব কোনোভাবেই কম না। মাদকাসক্তি সামাজিক ব্যাধি। এটা নিরাময় করতে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। প্রশাসন হয়তো মাদক নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু মাদকাসক্তি নির্মূল করতে হলে তা সামাজিকভাবেই করতে হবে। সমাজকে যারা বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করেন তাদের সকলকে এক সাথে মাদকাসক্তি নির্মূলে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে।