চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীর রক্ত ভুল বুঝিয়ে বাইরে পরীক্ষা করিয়ে অর্থ বাণিজ্যের চেষ্টা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে আপলো ডায়াগনস্ট্রিক সেন্টারের মালিক সাইফুল ইসলামকে পুলিশ আটক করেছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে ভুল বুঝিয়ে রক্ত পরীক্ষার জন্য তার নমুনা নেয়ার অভিযোগে তাকে গতকাল দুপুরে গ্রেফতার করা হয়। তার সহযোগী হাবিবসহ দুজন আত্মগোপন করেছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা বলেছে, চুয়াডাঙ্গা জেলা সদরে দিগড়ি ইসলামপুরের সিরাজুল ইসলাম মাথা তীব্র যন্ত্রণা নিয়ে গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন। মেডিসিন কনসালট্যান্ট ডা. পরিতোষ কুমার ঘোষ চিকিৎসা দেয়ার পাশাপাশি আরবিএস ও সিবিসি পরীক্ষার পরামর্শ দেন। রক্তের এ পরীক্ষা হাসপাতালেই হয়। অথচ গতকাল শনিবার আনুমানিক ১০টার দিকে পপুলার ডায়াগনস্টিকের হাবিব ওই রোগীর রক্তের নমুনা সংগ্রহ করতে যান হাসপাতালে। রক্ত নিতে গিয়ে সমস্যা দেখা দিলে কথিত দালাল হাবিব অ্যাপোল ডায়গোনস্ট্রিকের মালিক সাইফুল ইসলামকে ডাকে। তিনি রোগী সিরাজুল ইসলামের রক্তের নমুনা সংগ্রহ করে নিজের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে টাকা দাবি করেন। রোগীর মেয়ে কোহিনুর বেগম বিষয়টি জেনে হাসপাতালে কর্তব্যরত পুলিশকে জানান। একই সাথে জানানো হয় আরএমও ডা. শামীম কবিরকে। তিনি পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে বলেন। সদর থানার এসআই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপতালে কর্তব্যরত নায়েক আবুল খায়েরের সহযোগিতায় সাইফুলকে আটক করে থানায় নেন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত সাইফুলকে সদর থানার কাস্টডিতেই রাখা ছিলো। পুলিশ বলেছে, ওই সাইফুলের সহযোগী হাবিবসহ আরও একজনকে খোঁজা হচ্ছে।