মাথাভাঙ্গা মনিটর: অকালে মারা গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার লিয়াম মিলার। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৩৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন বলে তার আরেক ক্লাব সেল্টিকের পক্ষ থেকে জানানো হয়েছে। ১৬ বছরের ফুটবল ক্যারিয়ারে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের এই তারকা ২১টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। ২০০৪ সালে সেল্টিক ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমান তিনি। গত নভেম্বরে মিলারের দেহে ক্যান্সার রোগের অস্তিত্ব ধরা পড়ে বলে তার পরিবারের উদ্বৃতি দিয়ে সেল্টিক জানিয়েছে। চ্যাম্পিয়নশীপের ওই ক্লাব জানায়, ‘সবাই মিলারের অকাল মৃত্যুতে গভীর শোক ও তার আত্মার সদগতি কামনা করেছে। পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানাচ্ছে।’ সর্বশেষে অস্ট্রেলিয়ার এ লীগে তিন বছর কাটিয়েছেন মিলার। যে কারণে সিডনি এফসি ও মেলবোর্ন সিটির মধ্যকার লীগ ম্যাচ শুরুর আগে তার স্মরনে নীরবতা পালনের ঘোষণা দেয়া হয়েছে।