চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণ অনুষ্ঠানে জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠানটিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজেরে অধ্যক্ষ মাসুদউজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক জসীম উদ্দীন, (শিক্ষা ও আইসিটি), চুয়াডাঙ্গা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নুর জাহান খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমদ, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মাসুদুল আলম। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সেভাবে গড়ে তুলতে হবে। শিশুদের মেধা বিকাশ ঘটাতে বিভিন্ন প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। খেলাধূলাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, আজকের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তারা সবাই বিজয়ী হবে না। তাই বলে মন খারাপ করলে চলবে না। ভবিষ্যতে ভালো করার চেষ্টা করতে হবে। পরে প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রতিযোগী ও অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানের প্রথম দিকে জেলা প্রশাসক স্কুলের অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জাবাব দেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্মিদ্ধা দাস।