মাটি কাটা

আহাদ আলী মোল্লা
ফসল কোথায় ফলবে বলুন
কব্জা সবই দস্যুদের,
জমি নিয়ে হাতের মুঠোয়
দিচ্ছে শুধু ফোঁস সুদের।

সুদ মানে তো ডবল টাকা
ফসলি ভুঁই করছে খাঁ খাঁ
উপজেলার চাষিদের;
এ কারণেই কান্না চোখে
আম্মু খালা মাসিদের।

হচ্ছে ওদের পোয়াবারো
চাষির বাজে সোয়া বারো
জায়গা জমি সবই গেল
কোথায় হবে আবাদ;
ভূমি কাটা মাটি কাটা
দেবে যদি না বাদ।

সূত্র: (দামুড়হুদা উপজেলাজুড়ে চলছে ফসলি জমির মাটি কাটার মহোৎসব)
০৯.০২.২০১৮