এসএসসিতে প্রশ্নপত্র ফাঁস হয়নি: শিক্ষা প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার: শিক্ষাপ্রতিমন্ত্রী (মাদরাসা ও কারিগরি) কাজী কেরামত আলী বলেছেন, ‘এবার এসএসসি পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। সারা দেশে পরীক্ষা কেন্দ্র চার হাজার। পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে প্রশ্নের ছবি তুলে কেউ কেউ ফেসবুকে দিচ্ছে সরকারকে বিব্রত করার জন্য। তাছাড়া যেসব প্রশ্ন পাওয়া যাচ্ছে, আমরা মিলিয়ে দেখেছি, প্রকৃত প্রশ্নের সঙ্গে এসবের মিল নেই।’ গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ষষ্ঠ আরডিএ জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। ‘আমাদের সব আমাদের হবে’ স্লোগানে আজ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশন। প্রতিমন্ত্রী বলেন, কোচিং-বাণিজ্য বন্ধ করে দেয়া হবে। কোচিং-বাণিজ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ বিষয়ে শিক্ষক-সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। প্রতিটি স্কুল ও মাদরাসায় কারিগরি শিক্ষা চালু করা হবে। কারণ কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।
শাহজালালে প্রায় ৬ কেজি স্বর্ণসহ ২ যাত্রী গ্রেফতার
স্টাফ রিপোর্টার: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ৮০০ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। এ সময় বিমানের দুই যাত্রীকে গ্রেফতার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে বৃহস্পতিবার রাতে ঢাকায় এলে বিমানের ওই যাত্রীদের আটক করা হয়। পরে তাদের ব্লেজার, জুতা ও মোবাইলফোনের কভারের ভেতর থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত যাত্রীরা হলেন- ফেনীর কেরামত আলী ও ঢাকার লোকমান। এ ঘটনায় মামলা হয়েছে।