দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা মডেল থানার এএসআই সবেদ আলী ও এএসআই ইজাজ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দর্শনা পৌর এলাকার শান্তিপাড়া মোড়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো দর্শনা শান্তিপাড়ার চুন্নু মিয়ার ছেলে সোহেল (২৫) এবং দর্শনা মোহাম্মদপুরের মৃত ইউনুচ আলীর ছেলে নূর হোসেন (৪৮)। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন আজ শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।