জীবননগর অফিস: জীবননগরে হাজি হেসাবুদ্দিন স্বৃতি দ্বৈত ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার সময় শাইন ক্লাবের পেছনে উপজেলা চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাজি হেসাবুদ্দিন স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক নাজমুল আলম মানিকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানা যুবলীগের সভাপতি আ. সালাম ঈশা, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু, যুগ্মসাধারণ সম্পাদক জাহিদ বাবু, পৌরসভার মহিলা কাউন্সিলর রিজিয়া খাতুন, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার উদ্দিন, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, সাধারণ সম্পাদক মজিবার রহমানসহ উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সালাউদ্দিন কবির, জাহিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি মিঠু প্রমুখ। খেলাটি পরিচালনা করেন আবুল কালাম আযাদ, আব্দুস সবুর। অনুষ্ঠানটি সার্বিক পরিচলনা করেন শাজাহান সিরাজ।