হুসাইন মালিক সভাপতি সোহানুর রহমান সাধারণ সম্পাদক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ফটোগ্রাফি সোসাইটি নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় এ উপলক্ষে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক নাজমুল হক স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘একটি ছবি হাজারও শব্দের চেয়ে শক্তিশালী। হাজার লক্ষ কথা একটি ছবি দিয়ে প্রকাশ করা যায়। বিশেষ করে ছবিতে সমাজ ও জীবনের বাস্তবচিত্র ফুটে ওঠে।’ এসএম শাফায়েতের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সিনিয়র সাংবাদিক তছিরুল আলম মালিক ডিউক। আলোচনাসভা শেষে চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির (সিপিএস) হুসাইন মালিককে সভাপতি ও সোহানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি সিহাব রানা, আমির হোসেন রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক অমিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক এসএম শাফায়েত, আলোকচিত্র, পরিকল্পনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদক মেহেজাবিন তামান্না, প্রচার সম্পাদক শাওন রেজা, অর্থ সম্পাদক সোহেল রানা, দফতর সম্পাদক পলাশ খান। এছাড়াও কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান, মাসুদ পারভেজ, আনোয়ার পারভেজ, সাজ্জাদ হোসেন, শেখ রাকিব, সজল আহমেদ। সাধারণ সদস্য গোলাম মোস্তফা রিয়াদ, জামাল মিয়া, আনোয়ার হোসেন, নাজমুল হোসেন, মামুনুর রহমান রতন, সাইদুর রহমান, ইসমাইল, তহিদুজ্জামান রাব্বি, আফজালুল হক, রোকনুজ্জামান রোকন, রাহুল রাজ, ফেরদৌস ওয়াহিদ ও আশরাফুল মিন্টু।