স্টাফ রিপোর্টার: শীলতাহানির অভিযোগে চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনীপাড়ার সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনীপাড়ার সামসুল আলমের ছেলে সোহাগ (১৮)। সে এলাকার এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্যাক্ত করে আসছিলো বলে ওই স্কুলছাত্রী জানায়। স্কুলছাত্রী আরও জানায় গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই স্কুল ছাত্রীর বাড়িতে কেউ ছিলো। এই সুযোগে সোহাগ তার ঘরে ঢুকে তাকে জাপটে ধরে। সে বাঁধা দিলে তাকে মারধর করে। একপর্যায়ে ওই স্কুল ছাত্রীর মা চলে আসলে সোহাগ খাটের নিচে পালিয়ে থাকে। পরে স্কুল ছাত্রীর মা জানতে পেরে তাকে আটকিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানার এসআই আকরাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি অপারেশন আমির আব্বাস জানান এ বিষয়ে থানায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।