স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বন্যা স্মৃতি গোলটুপি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আরাফাত প্লাবনের সভাপতিত্বে গতকাল শুক্রবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৬ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় লেজি বয়েজ ক্লাব ৪ উইকেট হারিয়ে ১শ রান করে। জবাবে দৌলাতদিয়াড় অগ্রগামী স্পোর্টিং ক্লাব ৭৭ রানে সবকটি উইকেট হারিয়ে পরাজয় বরণ করে। বিজয়ী দলের নয়ন সর্বোচ্চ ৩১ রান করে। খেলায় লেজি বয়েজের আবির ম্যান অব দ্য ফাইনাল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন আনারুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধক ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা ছাত্রলীগের সাধরণ সম্পাদক মো.জানিফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, নিশান সিদ্দীক। সার্বিক সহযোগিতায় ছিলেন সাইফ, হাসিব, মাফুজ, অন্তর, আহাদ, আবির, শিশির, জুবায়েরসহ আরও অনেকে। আম্পায়ারের দ্বায়িত্ব পালন করেন হাসিব।