স্টাফ রিপোর্টার: চতুর্থ এনপিএল ক্রিকেট লিগের ৮ম আলমডাঙ্গা নাইট রাইডারস ৩৬ রানে ওয়ালটন কিংসকে পরাজিত করে সেমিফাইনালের আশা জাগিয়ে রাখলো। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে শুরুটা ভালো না করতে পারলেও শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩১ রানের একটি মোটমিুটি স্কোর দাড় করায় আলমডাঙ্গা নাইট রাইডারস। জবাবে ওয়াল্টন কিংস ১৩২ রানের জয়ের লক্ষ্যকে তাড়া করতে শুরুটা ভালো করলেও মিডিল অর্ডার ব্যাটসম্যানদের ধীর গতির রান তোলায় ৪ উইকেট অবশিষ্ট রেখেই নির্ধারিত ২০ ওভার শেষ করে ফেলে। রান সংগৃহিত হয় ৯৫টি। ফলে ৩৬ রানে জয় পায় আলমডাঙ্গা নাইট রাইডার্স। গতকালের ম্যাচে বিজয়ী দলের মেহেদী হাসান মারুফ ৪৩ রান ও ১ উইকেট দখলের সুবাদে ম্যান অব দ্য ম্যাচ, ওয়ালটন কিংসের অ্যালেক্স শ্রাবণ ৫ উইকেট দখল করে হাইয়েস্ট উইকেট টেকার ও বিজয়ী দলের তামিন হাইয়েস্ট স্কোরারের পুরস্কার লাভ করে। গতকালের ম্যাচে দু-দলের কোনো খেলোয়াড়ই সিক্স হাঁকাতে সক্ষম হয়নি। ফলে বিগ সিক্সারের পুরস্কার কেউ লাভ করতে পারেনি।
ম্যাচ শেষে পুরস্কার বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড ও প্রাইজমানি তুলে দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য ও ডেইলি অবজারভারের চুয়াডাঙ্গা প্রতিনিধি আবুল হাশেম, চুয়াডাঙ্গা ফুটবল দলের সাবেক গোলরক্ষক নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বদর খান, ফজলুল হক মালিক লোটন, প্রাণ গ্রুপের এসআর নুরুল্লাহ হক ও অভিভাবক মোয়াজ্জেম হোসেন। আজ একই মাঠে সকাল ৯টায় লিগের ৯ম ম্যাচে মুখোমুখি হবে দর্শনা ডেয়ার ডেভিলস ও ফাস্ট ক্যাপিটাল সুপার কিংস।