আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরের বড় মসজিদের সামনে থেকে হিরোহুন্ডা স্পেলেন্ডার মোটরসাইকেল চুরি করেছে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্যরা। গতকাল শুক্রবার মাগরিবের নামাজ পড়ার সময় ওজুখানার সামনে রেখে নামাজে গেলে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, আলমডাঙ্গা স্টেশনপাড়ার টিপু খাঁনের ছেলে টিক্কা খাঁন মাগরিবের নামাজ আদায় করার জন্য শহরের বড় মসজিদে যায়। তার ব্যবহৃত হিরোহুন্ডা-কুষ্টিয়া হ-১২৬৯৬৮ মোটরসাইকেলটি মসজিদের ওজুখানার সামনে তালাবদ্ধ করে রেখে নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করে। এরই মধ্যে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্যরা তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। নামাজ শেষে বাইরে এসে দেখতে পায় তার মোটরসাইকেলটি আর নেই। অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেছে মোটরসাইকেলের মালিক টিক্কা খাঁন।