আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে নাগদা পুটিমারীর মাঠ থেকে গাঁজাসেবনকালে ৫ জনকে আটক করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে নাগদা পুটিমারী মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলার জোড়গাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে মোশারেফ হোসেন, একই গ্রামের মৃত বানাত আলীর ছেলে আশাদুল। গড়চাপড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে লাল্টু, পুটিমারি গ্রামের মোস্তাক আলীর ছেলে শরিফুল ইসলাম ও কেদারনগর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে শফিউল হক দীর্ঘদিন যাবৎ গাঁজাসেবন ও বিক্রি করে আসছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর আলমডাঙ্গা থানার এসআই একরামুল হক, এসআই সাখাওয়াত ও এএসআই মোস্তফা অভিযান চালিয়ে গাঁজাসেবনকালে ৫জনকে আটক করে। আজ তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হতে পারে।