স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য চুয়াডাঙ্গা জেলা পরিষেদের চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন ইউনাইটেড স্টেট অব আমেরিকা (ইউএসএ) সফরে রওনা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে বাংলাদেশ ত্যাগ করেন। ইউএসএ সফরে জেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রী কাউসার জাহান, একমাত্র পুত্র রোমেল আবেদীন এবং তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সফরসঙ্গী রয়েছেন। সময় স্বল্পতার কারণে সকলের সাথে দেখা করতে না পারায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, সকল সদস্যবৃন্দ এবং জেলাবাসীর কাছে দোয়া ও সুস্থতা কামনা করেছেন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে ব্যক্তিগত সফরে তিনি আমেরিকা যাচ্ছেন। আগামী ২ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।