মহেশপুর প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে এমপি নবী নেওয়াজের উদ্যোগে উপজেলা চত্বরে অসহায় ও দরিদ্রদের মাঝে ঢেউটিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ -৩ আসনের এমপি মো. নবী নেওয়াজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজীরবেড় ইউপি চেয়ারম্যান বিএম সেলিম রেজা, মহেশপুর পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, সাবেক যুবলীগ সভাপতি আজিজুল হক আজা। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক এমপি ময়নুদ্দিন মিয়াজী, উপজেলা প্রকৌশলী সেলিম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন প্রমুখ। সরকারের ত্রাণ তহবিল থেকে ৬৪জনকে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা এবং ৫জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া এলজিইউডি’র আরইআরএমপি-২ প্রকল্প থেকে ১শ’ ২০জন উপকারভোগী মহিলাকে ৩৭হাজার ৯টাকা করে চেক প্রদান করা হয়। এর আগে এমপি লাগসই প্রযুক্তি মেলায় ক্ষুদে বিজ্ঞানী বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রোজিনা আক্তার।