স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর প্রতিহিংসা চরিতার্থের জন্য দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে আদালত কারাদণ্ড দিয়েছেন বলে অভিযোগ তুলে রায় প্রত্যাখ্যান করেছে বিএনপি। একই সাথে রায়ের প্রতিবাদে সারাদেশে আজ ও কাল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গতকাল বৃহস্পতিবার খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন নির্দেশ দিয়ে বলেছেন- কোনো রকমের হঠকারী এবং সহিংস কর্মসূচি দেয়া যাবে না। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে। সে জন্য দেশনেত্রীর নির্দেশে আজ জুময়ার নামাজের পর সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি হবে। পরদিন শনিবারও সারাদেশে প্রতিবাদ কর্মসূচি হবে। সংবাদ সম্মেলনের আগে সিনিয়র নেতাদের নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার নিজ কক্ষে বৈঠক করেন বিএনপির মহাসচিব।
তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের শেষকথা, ধৈর্য ধরতে হবে। গণতন্ত্রের জন্য অনেক ত্যাগস্বীকার করতে হয়। সেই ত্যাগস্বীকার করে জনগণের স্বার্থে শান্তিপূর্ণ কর্মসূচি দিতে হবে।’ দল পরিচালনায় চেয়ারপারসনের কোনো নির্দেশনা আছে কি না, জানতে চাইলে ফখরুল বলেন, ‘গঠনতন্ত্রে দল পরিচালনায় স্পষ্ট নির্দেশনা রয়েছে। সেভাবেই দল চলবে। এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।’ অপর এক প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘রায়ের বিরুদ্ধে রোববার আপিল করবেন খালেদা জিয়া।’