পেশাজীবী সকল সংগঠন যদি একত্রে কাজ করে তাহলে অর্থনৈতিকভাবে চাঙ্গা হবে

চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠানে চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতি ২০১৮-২০২০ দ্বি-বার্ষিক কার্যকরী পরিষপদের শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে শপথ ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিবেশক সমিতির নবনির্বাচিত ১৫জন সদস্য শপথ গ্রহণ করেন। কমিটি আগামী দু’বছর সফলভাবে দায়িত্ব পালন করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, বর্তমান সভাপতি হাজি শাহাবুদ্দীন মল্লিক ও সাধারণ সম্পাদক হাজি মাসুদুর রহমান মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের আহবায়ক চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিক।
শপথ বাক্য পাঠ করেন চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির নবনির্বাচিত সদস্য- সভাপতি হাজি মো. শাহাবুদ্দীন মল্লিক, সহসভাপতি মো. তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু, হাজি মো. রুহুল আমীন, সাধারণ সম্পাদক হাজি মো. মাসুদুর রহমান মাসুদ, যুগ্মসাধারণ সম্পাদক হাজি মো. মাহবুব আলম রিংকু ও হাজি মো. সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টুটুল, সহসাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান জোয়ার্দ্দার মিলন, প্রচার সম্পাদক এসএম শামীম মাসুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিকাশ কুমার আগরওয়ালা, অর্থসম্পাদক মো. শামীম রেজা, ধর্মীয় সম্পাদক হাজি মো. শামসুল আলম বাবু, দফতর সম্পাদক মো. রোকন উদ্দিন মিলো, নির্বাহী সদস্য হাজি মো. সালাউদ্দিন চান্নু ও পলাশ কুমার সাহা। শপথ ও অভিষেক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচনী আহবায়ক কমিটির সদস্য চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক মো. ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. শাহারিন হক মালিক, সহসভাপতি মো. মঞ্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক সালাউদ্দিন মো. মর্তুজা, কিশোর কুমার কু-ু ও জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলু, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান খোকন ও নির্বাহী সদস্য মো. স্বপন। এসময় প্রধান অতিথি চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিক বলেন আমরা পেশাজীবী সকল সংগঠন যদি একত্রে কাজ করি তাহলে চুয়াডাঙ্গা জেলা অর্থনৈতিকভাবে চাঙ্গা হতে সময়ের ব্যাপার মাত্র। তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে আমরা সকল পেশাজীবী সংগঠনকে গতিশীল করতে বদ্ধপরিকর। এ সময় তিনি চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতিকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের আহবায়ক ও চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিকের পক্ষে সার্বিক সঞ্চালনা ও নবনির্বাচিত সদস্যদেরকে শপথ বাক্যপাঠ করান চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত পাঠ করেন হাজি মো. রুহুল আমীন। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির নবনির্বাচিত কমিটি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।