জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার তিন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত আসন ও সাধারণ আসনের সদস্যদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা এ শপথবাক্য পাঠ করান।
উপজেলার উথলী ইউনিয়নের সংরক্ষিত আসনের আঞ্জু আরা আক্তার, জয়নাব বেগম, মরিয়ম এবং সাধারণ ওয়ার্ডের সদস্য জহুরুল হক, মঈনুল হাসান, ওবাইদুর রহমান, মাহাতাব উদ্দিন বিশ্বাস, আরমান আলী, আশরাফুল ইসলাম, আলতাফ হোসেন, সেলিম রেজা, আমিনুল ইসলাম, মনোহরপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য হাবিবা খাতুন, রাশিদা খাতুন ও জাহিমা খাতুন, সাধারণ ওয়ার্ডের সদস্য গোলাম রসুল, জাহিরুল, রিপন হোসেন, চামেলী খাতুন, আবু সাঈদ, জাহিদুল আলম, আহসান হাবিব, মিনারুল ইসলাম ও কামরুজ্জামান এবং কেডিকে ইউনিয়নে সংরক্ষিত আসনের সদস্য শিরীনা খাতুন, কহিনুর বেগম, জ্যোৎস্না খাতুন, সাধারণ ওয়ার্ডের সদস্য খাসিয়ার রহমান মিঠু, দলুরদ্দীন দুলাল, আশাদুল হক মালিতা, ওমেদুল হক, কাইদার আলী, নিজাম উদ্দিন মোল্লা, মহিবুল হক, ইসরাইল বিশ্বাস ও আবুল কালাম আজাদকে শপথ পাঠ করান। জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।