স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় যুব সংগঠনদের মাঝে নিবন্ধন সনদ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা যুব উন্নয়ন অধিদফতরের হলেরুমে এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, যুব সমাজকে বেকারত্ব ও ভয়াবহ মাদকের ছোবল থেকে রক্ষা করতে পিতা-মাতার পাশাপাশি যুব সংগঠনকে এগিয়ে আসতে হবে। বেকার যুবকদের রেফারেল লিংকেচের মাধ্যমে যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রশিক্ষণ গ্রহণ করিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারলে ওইসব যুবক পরিবার, সমাজ তথা দেশের কল্যাণে কাজে আসবে। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মাসুম আহাম্মেদ। বিশেষ অতিথি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এএইচএম শামীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আব্দুল্লা-আল-মামুন, আনিছুজ্জামান, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, ব্র্যাকের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা সাহেদ হাসান হালিম, আকাঙ্খার নির্বাহী পরিচালক শাহীন সুলতানা মিলি, অ্যাডভান্স যুব সমিতির নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম, গ্যালাক্সি যুব সমিতির নির্বাহী পরিচালক মনিরুজ্জামান, হোপের সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ। আলোচনা শেষে ৪৭ যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ, স্বীকৃতি সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান।