আসমানখানী প্রতিনিধি: আলমডাঙ্গার মোচাইনগরে রান্না করতে গিয়ে গৃহবধূ রুশিয়া খাতুন চুলার আগুনে আগ্নিদগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামের ঝোড়পাড়ার দলু ম-লের স্ত্রী রুশিয়া খাতুন (৫০)। তিনি ৭ সন্তানের জননী। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে রান্না ঘরে চুলার আগুন থেকে তার শাড়িতে আগুন লাগে। এতে তার পুরো শরীর ঝলসে যায়। এ অবস্থায় তার এক পুত্রবধূ দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে রুশিয়া খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।