আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার বগাদি গ্রামে পূর্বশত্রুতার জের ধরে চাষির কলাবাগান কর্তন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টার দিকে গ্রামেরই সোনার মোড় মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেরা বগাদি গ্রামের মৃত সমসের মল্লিক ও আজিজুল মল্লিক সাথে একই গ্রামের রহমানের ছেলে ইকরাম ও মৃত. আতর আলী দুই ছেলে আনারুর ও আজিজুল, মৃত. মিয়াজদ্দীর ছেলে রাজ্জকের পূর্বশত্রুতা ছিলো। সেই শত্রুতার জের ধরে মাঝে মধ্যে আজিজুলকে প্রাণহানির হুমকি দিয়ে আসছিলো বলে অভিযোগ ওঠে। অভিযোগসূত্রে জানা যায় গতকাল বৃহস্পতিবার বেলা ১০টার দিকে বগাদি সোনার মোড় মাঠ থেকে তারা ৪ জন মিলে আজিজুলের ২ বিঘা কলাবাগানে এক অংশ কেটে সাবাড় করেন। এ বিষয়ে আজিজুল থানায় মামলা করবে বলে প্রস্তুতি নিয়েছেন।