মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণপদ পাল, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা পাসপোর্ট কর্মকর্তা বশির আহম্মেদ প্রমুখ।